ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার
শরীফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্নসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা দেন।
এসব দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদক্ষেপ সম্পর্কে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
জাবের বলেন, আগামীকাল বিকেল ৩টায় শহীদ হাদি চত্বরে (শাহবাগে) আমরা সবাই সমবেত হব। সেখানে আমরা শহীদি শপথ নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে খুনের পেছনে কারা জড়িত তা প্রকাশ করতে আমরা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা গণমাধ্যমকে ডেকে জানাবেন, কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যদি তারা উপস্থিত না হয়ে অতিরিক্ত আইজিপির মাধ্যমে সংবাদ সম্মেলন করিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে খাটো করার চেষ্টা করেন, তাহলে আমরাও এমন ভাষায় কথা বলব, যাতে আপনারা ক্ষমতায় থাকতে না পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে নির্ধারিত সময়েই হতে দিতে হবে। কারণ হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পেছনে নির্বাচন পিছিয়ে দেওয়ারও একটি ষড়যন্ত্র রয়েছে। নির্বাচন পিছিয়ে দেওয়া এবং হাদি ভাইয়ের বিচার এই দুটি আলাদা বিষয়; দুটিকে কখনো এক করে দেখা যাবে না।
সমাবেশে শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর বলেন, খুনিরা যেখানে আছে, যে দেশেই থাকুক না কেন, তাদের আমাদের সামনে হাজির করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সামনে হাজির না করা হলে আগামী কর্মসূচিতে আপনারা শপথ গ্রহণ করুন। সেই শপথ গ্রহণের পর হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোনো এজেন্সি দিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের থামানো যাবে না।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা বলেন, শুটার ফয়সাল শেষ ঘটনাটি ঘটিয়েছে।
এ ঘটনায় স্পষ্টতই রাষ্ট্রের একটি অংশ জড়িত, যারা এখনো ভারত ও আওয়ামী লীগের স্বার্থে কাজ করছে। ইনকিলাব মঞ্চ থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করব।
এদিকে ওসমান হাদির ঘটনায় আজ সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশে নাকি বিদেশে রয়েছেন তা সরকার এখনো নিশ্চিত না হলেও, বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে যৌথ বাহিনী (পুলিশ, র্যাব ও বিজিবি) গ্রেপ্তার করেছে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি হলো- ১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা এবং তদন্তের জন্য এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার ও নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা। ২. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা। ৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করা।