ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাইলস্টোনে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে স্কুলে অভিযোগ করার অনুরোধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ ১৫:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৭ বার


মাইলস্টোনে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে স্কুলে অভিযোগ করার অনুরোধ

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিভাবকদের স্কুলে এসে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য জানান মাইলস্টোন গ্রুপের পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার।

 

সরেজমিনে দেখা যায়, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তিন দিন পরেও অনেক শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসের সামনে আসছেন তথ্য জানতে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা প্রহরীরা সাংবাদিকসহ কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাসেল তালুকদার জানান, এইচএসসি পরীক্ষাথীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বুধবার বিমান দুর্ঘটনায় ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক তার সন্তানকে খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দায়ের অনুরোধ জানান তিনি।  

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ্র থেকে একটি যুদ্ধ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬৪ জন।


   আরও সংবাদ