স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
নিরাপত্তাজনিত শঙ্কা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএলের শুরুটা পুরোপুরি নিরানন্দ রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর সিলেটের উদ্বোধনী ম্যাচের দিনই সীমিত পরিসরে কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
তিনি জানান, পরিস্থিতির কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। বড় কনসার্ট বা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের বদলে ম্যাচের দিনই হবে ছোট আয়োজন।
এই সংক্ষিপ্ত আয়োজনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পাশাপাশি ওসমান হাদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
মাঠে বিনোদনের জন্য দুই ম্যাচের বিরতিতে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ম্যাচের আগে দুপুর ২টা ১৫ মিনিটে জুমার নামাজের পর ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত পর্ব থাকবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝের বিরতিতেও থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।
এদিকে উদ্বোধনী দিনের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়, যেখানে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।