ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫ ১৭:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১০০ বার


জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে হবে

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী৷

 

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান ৷

 

সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন তো কতগুলো ঘটনা ঘটে। আমাদের দেশে দেখা যায় যে নির্বাচনকালে স্বামী এবং স্ত্রীও একেক জন একেক দিকে, ঘরে ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। দেখা যায় চেয়ারম্যান নির্বাচনে স্বামীও দাঁড়িয়েছে স্ত্রী ও দাঁড়িয়েছে। আবার দেখা যায় ছেলে দাঁড়িয়ে আছে বাবাও দাঁড়িয়ে। এগুলো আমার মনে হয় রাজনৈতিক দল তারা তাদের মধ্যে সমাধান করবে। রাজনৈতিক দলগুলো যদি সমাধান করে ফেলে, জনগণ যদি সচেতন থাকে তাহলে নির্বাচন আল্লাহ দিলে ভালো হবে।

 

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন যে রাউজান এবং রামু এ জায়গাগুলো পুরো পাহাড়ও না আবার পুরো সমতলও না। এ এলাকাগুলো আগে থেকে কিন্তু গণ্ডগোলের এলাকা। এটা আগের থেকে কিন্তু কমে আসছে, তারপরও এ ঘটনাগুলো ঘটছে। এ ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেজন্য চেষ্টা চলছে।

 

আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে লেভেল প্লেয়িং ফিল্ড সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, লেবেল লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সব সময় থাকবে। রাজনৈতিক দলগুলো থেকে আমাদের এখানে কোনো আপত্তি আসেনি। আপনারাও বলতে পারেননি পক্ষপাতিত্বভাবে কাউকে পোস্টিং দিয়েছি। অনেক সময় রিকোয়েস্ট এসেছে কিন্তু আমরা ভেরিফাই করে দেখেছি। পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা বলেন। সুষ্ঠু নির্বাচনের সব ছুটি নেওয়া হচ্ছে, নির্বাচন ভালোভাবে হবে। 


   আরও সংবাদ