ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধারে লিওঁতে যাচ্ছেন এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার


ধারে লিওঁতে যাচ্ছেন এন্দ্রিক

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ফরাসি ক্লাব লিওঁতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রিয়াল মাদ্রিদ এবং লিওঁর মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিতে চলেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, এন্দ্রিক আগামী ছয় মাসের জন্য ধারে লিওঁতে খেলবেন।

তবে এতে স্থায়ীভাবে কিনে নেওয়ার  কোনো সুযোগ রাখা হয়নি। কারণ, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও এই তরুণ স্ট্রাইকারের ওপর পূর্ণ আস্থা রাখে এবং তারা চায় তিনি নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের উন্নয়ন ঘটান। আগামী ৩০ জুন পর্যন্ত এন্দ্রিকের বেতনের পুরো দায়িত্ব বহন করবে লিওঁ।

 

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এন্দ্রিকের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না।

এখন পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন, যার মোট সময় মাত্র ৯৯ মিনিট। এর বড় অংশই ছিল কোপা দেল রে-তে তালাবেরার বিপক্ষে। মূলত খেলার সুযোগ না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নিজের জায়গা হারানোর শঙ্কায় পড়েছেন তিনি। অথচ এক বছর আগেও দলে তার জায়গা নিশ্চিত মনে করা হচ্ছিল।

নিয়মিত খেলে আবারো জাতীয় দলে নিজের হারানো অবস্থান ফিরে পাওয়াই এখন এন্দ্রিকের মূল লক্ষ্য।

 

রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের প্রথম মৌসুমটিও খুব একটা সহজ ছিল না। সাবেক কোচ কার্লো আনচেলত্তি তাকে কিছুটা সুযোগ দিলেও সেটি ছিল মূলত কোপা দেল রে-তে সীমাবদ্ধ। সেখানে ৬ ম্যাচে ৫ গোল করে তিনি দলের ফাইনালে ওঠায় বড় ভূমিকা রেখেছিলেন। এছাড়া লা লিগা ও চ্যাম্পিয়নস লিগেও তার একটি করে গোল ছিল।

 

তবে চলতি মৌসুমে এনড্রিকের অগ্রগতি থমকে গেছে। বিশেষ করে গত গ্রীষ্মে ক্লাব ওয়ার্ল্ড কাপে এন্দ্রিক যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, তখন ‘গনজালো’র উত্থান এন্দ্রিকের জন্য রিয়ালের মূল একাদশে জায়গা পাওয়া আরও কঠিন করে তোলে। আপাতত স্বল্পমেয়াদী এই পরিবর্তনের মাধ্যমে এনড্রিক নিজেকে নতুন করে প্রমাণ করতে মরিয়া।


   আরও সংবাদ