ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভূমিকম্প সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫ ০১:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৪ বার


ভূমিকম্প সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার:
ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠান। দেশের জরুরি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় খাদ্য ভেজাল বিরোধী আন্দোলন, থ্যালাসেমিয়া রোগ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা কর্মসূচিসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

সম্প্রতি সংঘটিত ভূমিকম্পজনিত ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে ভূমিকম্পের ফলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ভূমিকম্প-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অযথা আতঙ্কিত না হয়ে পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার লক্ষ্যে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির উদ্যোগে “ভূমিকম্প সচেতনতা ও আমাদের করণীয়” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনায় দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ ও গবেষকরা অংশগ্রহণের সম্মতি জ্ঞাপন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী ও প্রফেসর ড. ইসরাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হুমায়ুন কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকতার মাহমুদ এবং ড. মাহমুদুল ইসলাম। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ আলী এবং মেজর (অব.) এ. কে. এম শাকিল নেওয়াজ আলোচনায় অংশ নেবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ গোলটেবিল আলোচনা ভূমিকম্প বিষয়ে বাস্তবসম্মত ধারণা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে: ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি
সার্বিক সহযোগিতায়: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও সম্মিলিত মানবাধিকার জোট।


   আরও সংবাদ