স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭১ বার
স্টাফ রিপোর্টার:
গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় খুলনার নিরালায় গ্রিন অ্যান্ড কং চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক স্বদেশ বিচিত্রা–এর খুলনা বিভাগীয় প্রতিনিধির আয়োজনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি–র খুলনায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ার হোসেন–এর সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় প্রতিনিধি উত্তম কুমার দাস–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ রনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরিচয় পর্ব শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ রনির সহধর্মিণী ইভানা আক্তার, স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় প্রধান প্রভাষক স্বদেশ সরকার, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, সাংবাদিক সন্দ্বীপ কুমার ঘোষ, বেতার ব্যক্তিত্ব ইব্রাহিম মনির, দৈনিক স্বদেশ বিচিত্রার মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামাল হোসেন, সাংবাদিক এস. এম. নাজমুল হাসান, সাংবাদিক মো. আকরাম হোসেন মল্লিক, শেখ মুস্তাকিম, বিজন বাহাদুরসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ রনি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বিজেইউসি খুলনা বিভাগীয় ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।