ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিজয় দিবসে মানবিক অঙ্গীকার— ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল’

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০ বার


বিজয় দিবসে মানবিক অঙ্গীকার— ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল’

স্টাফ রিপোর্টার:
গতকাল ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে “আমার সোনার বাংলায় আর কোনো মা-বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়”—এই মানবিক প্রতিজ্ঞাকে সামনে রেখে Association For Save The Parents (ASP) ‘মা-বাবাকে বাঁচানোর জন্য সংগঠন’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল জনমত তৈরির পথসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় দেশের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, পারিবারিক বন্ধন দৃঢ়করণ এবং বৃদ্ধাশ্রম নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পরিবারকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ সময় সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহসান উল্লাহ শামীম (প্রধান সমন্বয়কারী, নাগরিক মঞ্চ; মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক), মো: মিজানুর রহমান (মহাসচিব ও নির্বাচন কমিশনার, ASP; বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ), খন্দকার মো: জসীম উদ্দিন (জনসংযোগ বিষয়ক উপদেষ্টা, ASP; সিনিয়র জার্নালিস্ট ও লেখক), সাবেক ইসলামিক টেলিভিশন উপস্থাপক ও সাপ্তাহিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক, তথ্য মন্ত্রণালয়ের এক্রিডিটেশন কার্ডধারী ও বিশিষ্ট ব্যবসায়ী—মরহুম মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ (ডিকশনারি হুজুর)-এর সুযোগ্য সন্তান, এবং খন্দকার মো: সাকিবুল হাসান (শিক্ষক, মোহাম্মদপুর সরকারি কলেজ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট—লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, উপদেষ্টা—লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ও আজীবন সদস্য—বাংলা একাডেমি।
এছাড়া উপস্থিত ছিলেন মো: শামীম, মো: জুবায়ের হোসেন জামিল, মো: মাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ASP সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “বৃদ্ধাশ্রম কারও কাম্য নয়। মা-বাবার শেষ বয়সের ঠিকানা যেন কোনো আশ্রম না হয়ে সন্তানের পরম মমতাময় কোল হয়—এটাই আমাদের আন্দোলনের মূল কথা।”

প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই পথসভায় বিভিন্ন স্তরের মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক, লেখক ও সাধারণ ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। সকলের কণ্ঠে ধ্বনিত হয় একটিই দৃঢ় দাবি— “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল।”


   আরও সংবাদ