ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মব জাস্টিস অ্যালাউ করবো না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ২০:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


মব জাস্টিস অ্যালাউ করবো না

আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং ময়মনসিংহে যে মানুষটাকে আগুনে পুড়িয়ে দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ময়মনসিংহে যে ঘটনা ঘটলো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে। তাকে মারলো, তাকে আগুনে পোড়ানো হলো এবং তাকে পেটালো প্রকাশ্যে।

ছায়ানটে হলো, প্রথম আলোতে হলো ও ডেইলি স্টারে হলো। সাধারণ মানুষের ধারণা সরকারের মদদে আসলে ঘটছে। কারণ আইনশৃঙ্খলা বাহিনী কোথায় থাকে, কেন এই সময় আসতে পারে না। আপনি কি বলবেন- এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহে যে ঘটনা ঘটলো সেটার জন্য আমি ধর্ম উপদেষ্টা হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ।

আমরা কোনোক্রমে আইন হাতে নিতে দেব না। 

 

তিনি আরও বলেন, আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদের অভিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি।

আপনি মব জাস্টিসের কথা বলছিলেন। ১৫ মাসেও আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি? তাহলে মবটা আসলে কোথায় বন্ধ- এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি।

কথা হচ্ছে যেসব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা, এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয়, এটা অনেক সময় আমরা জানতে পারি না। এজন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি।  

 

তিনি আরও বলেন, সরকারতো স্থিতিশীলতা চায়। এখন যদি মব জাস্টিজ বারে বারে হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে।

গভর্নমেন্ট করতে যাবে কেন? গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায়। গভর্নমেন্ট আইনশৃঙ্খলাকে উন্নত করতে চায় এবং নির্বাচনের যে পরিবেশটা আছে এটা যাতে আরো সুষ্ঠু হয়। গভর্নমেন্ট তো এ ব্যাপারে সক্রিয়। সরকারি মদদে হবে এ কথাটা তো সঠিক নয়।  

 

বিদেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এখন বাইরে থেকে যদি কেউ কোনো মন্তব্য করে এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ নাই। এটা তো মেটা ও ইউটিউব কর্তৃপক্ষ আছে। এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাংলাদেশের গভর্নমেন্টের ওপর নাই। এখন ওপেন প্লাটফর্ম। মনে করেন বাংলাদেশ থেকেও তো অনেক আমারে প্রতিদিন গালি দেয়।


   আরও সংবাদ