ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২০ ফেব্রুয়ারি বইমেলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


২০ ফেব্রুয়ারি বইমেলা

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি পুনর্নির্ধারিত হয়েছে। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। 

বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি। 

সভার পর বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। সে হিসেবে বইমেলা শুরু হবে নির্বাচনের পর।


   আরও সংবাদ