ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওবায়দুল কাদেরসহ ৭ জনের অভিযোগ দাখিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


ওবায়দুল কাদেরসহ ৭ জনের অভিযোগ দাখিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দাখিল করা হয়। 

অভিযোগ দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। 

ওবায়দুল কাদের ছাড়া অন্যরা হলেন- আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক মন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হাসান খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সেক্রেটারি ইনান।


   আরও সংবাদ