ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান

শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে টানা দুই সপ্তাহ থাকার পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

 

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। পুরো যাত্রাপথে তার গাড়িবহরকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়।

 

এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, লন্ডনে যাওয়ার চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমানের আবারও দেশে ফেরার কথা রয়েছে।

 

প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্দেশে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান।

 

বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তিনি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি শাশুড়ির পাশে দেশে অবস্থান করে দুই সপ্তাহ সময় কাটান।


   আরও সংবাদ