ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্য

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪০ বার


বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্য

বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্য
- লরেন্স ড্যানিয়েল বিশ্বাস (ষষ্ঠ শ্রেণী)

এক অনন্য সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এটি একটি প্রাচীন সভ্যতার দেশ। এর ইতিহাস প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো। এই ভূণ্ড প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক সমৃদ্ধ ঐতিহ্য। যুগে যুগে রাজা-বাদশা, শাসক ও শাসনব্যবস্থা বদলেছে, কিন্তু বাংলার প্রকৃতি ও মানুষের সহজ-সরল জীবনধারা আজও বহমান। সবুজ মাঠ, নদ-নদী, গ্রামবাংলা ও মানুষের আন্তরিকতা বাংলাদেশের প্রকৃত পরিচয় বহন করে।

প্রাচীন বাংলার ঐতিহ্্য: প্রাচীনকাল থেকেই বাংলা ছিল উর্বর ও স্বনির্ভর একটি জনপদ। কৃষি, নৌবাণিজ্য ও হস্তশিল্প ছিল মানুষের জীবিকার প্রধান উৎস। শিক্ষা, সাহিত্য ও ধর্মচর্চার মধ্য দিয়ে একটি সুসংগঠিত সামাজিক কাঠামো গড়ে ওঠে। বাংলার লোকসংস্কৃতি, গান, কবিতা ও উৎসব মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এবং এখনো আছে।

পোশাক-পরিচ্ছদে বাঙালির পরিচয়: বাঙালির পোশাক-পরিচ্ছদ ছিল ঐতিহ্যবাহী ও সাদাসিধে। পুরুষেরা লুঙ্গি ও ধুতি পরতেন, আর নারীরা শাড়ির সঙ্গে ওড়না ব্যবহার করতেন। বিশেষ করে সম্ভান্ত পরিবারে মেয়েদের ওড়না টেনে রাখা শালীনতা ও ভদ্রতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। পোশাকে জৌলুস না থাকলেও ছিল স্বকীয়তা ও সাংস্কৃতিক সৌন্দর্য, যা বাঙালির ব্যক্তিত্বকে আলাদা করে তুলে ধরত।

খাদ্যসংস্কৃতির সমৃদ্ধ ধারা: বাংলাদেশের খাদ্যসংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় ও পুষ্টিকর। সরু চালের গরম ভাত, ডাল, শাকসবজি, দেশি মাছ; বিশেষ করে মৌরলা, শিং, কৈ ও ইলিশ বাঙালির খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দুধ-ভাত, পান্তা ভাত গ্রামবাংলার ঐতিহ্য। মিষ্টান্নের মধ্যে রসগোল্লা, চমচম, পান্তুয়া ও দই বাঙালির রসনাবিলাসের পরিচয় দেয়। পাশাপাশি আম, জাম, কাঁঠাল, লিচু ও পেয়ারা এই ফলগুলো বাংলার প্রকৃতিকে আরও রঙিন করে তোলে।

জীববৈচিত্র্যের অন্যতম বিস্ময়: বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। বন, নদী, হাওর ও পাহাড়ি অঞ্চল নানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের গর্ব নয়, বরং বিশ্বব্যাপী পরিচিত এক প্রতীক। এ ছাড়া বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও বন্যপ্রাণী বাংলাদেশের প্রকৃতিকে অনন্য করে তুলেছে।

নদীমাতৃক বাংলাদেশ: বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা ও বুড়িগঙ্গা দেশের কৃষি, যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী যেমন জীবনের উৎস, তেমনি নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির সংগ্রাম ও সহনশীলতা।

ছয় ঋতুর সৌন্দর্য: বাংলাদেশের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো ছয় ঋতু যেমনঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতু নিজস্ব রূপ ও সৌন্দর্য নিয়ে আসে, যা প্রকৃতিকে বৈচিত্র্যময় করে তোলে।

প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা: আজ বাংলাদেশের প্রকৃতি নানা হুমকির মুখে। বন উজাড়, নদী দূষণ ও জীববৈচিতত্র্য ধ্বংস ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হওয়া জরুরি।

শেষ কথা: বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয়; এটি আমাদের শেকড়, আবেগ ও পরিচয়। প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আজ থেকেই প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।।
 
--
-------------------------------------
নিকোলাস বিশ্বাস
গণমাধ্যম ফ্রীল্যান্সার
মোবাইল: (+৮৮) ০১৭১৫-১০৮১৮৪
ই-মেইল[email protected] 
ফেসবুক আইডি: বাংলাদেশ গণমাধ্যম
--------------------------------------
 


   আরও সংবাদ