ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশ হাইকমিশন ভিসা প্রদান বন্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


বাংলাদেশ হাইকমিশন  ভিসা প্রদান বন্ধ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের একটি দল বিক্ষোভ করে। তারা দাবি করে, বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে হত্যা করার ঘটনায় প্রতিবাদ দেখানো হয়েছিল। বিক্ষোভে হাইকমিশনারকেও হুমকি দেওয়ার চেষ্টা করা হয়। তবে ভারতের এই বক্তব্য বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে।

 


   আরও সংবাদ