ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের (দুর্যোগ শাখা) আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ৩৭ পয়েন্ট ৫০০ মেট্রিকটন জিআর চালের ডিও বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর সভাপতিত্বে গির্জা প্রধানদের মাঝে এক আলোচনা সভা করা হয়। এরপর উপজেলার ৭৫টি গির্জা প্রধানদের মাথাপিছু প্রত্যেককে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের সভাপতি মহেশপাল, সাধারণ সম্পাদক রতন কুমার আগারওয়ালা প্রমুখ।