ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ২০:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

হামজা চৌধুরী কিংবা শমিত সোমদের মতো তারকাদের বাংলাদেশমুখী হওয়া এবং জাতীয় নারী ফুটবল দলের এশিয়ান কাপে কোয়ালিফাই করার সাফল্য বিশ্ব অঙ্গনে লাল-সবুজের ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই ইতিবাচক পরিবর্তনের পালে হাওয়া দিতে এবার বাংলাদেশের ফুটবলের সঙ্গী হতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার বাফুফে ভবনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। তিনি বাফুফের এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে ফুটবলের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সভায় দুই পক্ষই ফুটবলের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে নিজেদের আইডিয়া শেয়ার করেন।

 

সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ইইউ-কে খুব শিগগিরই স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা দেওয়া হবে। তিনি বলেন, 'আমাদের ফুটবলের সাফল্যের গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইইউ কর্তৃপক্ষের মন জয় করেছে। ওনারা বিশ্বাস করেন, স্পোর্টসে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের সাথে একটি চমৎকার অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব।

আমরা চাই অতি দ্রুত একটি কার্যকর পার্টনারশিপে চলে আসতে।'

 

ইউরোপীয় ইউনিয়ন সাধারণত সামাজিক সচেতনতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজে যুক্ত থাকে। এবার তারা বাংলাদেশের ফুটবলের মাধ্যমে তরুণদের ক্যারিয়ার গঠন এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করার প্রাথমিক আগ্রহ দেখিয়েছে। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার বলেন, 'বাংলাদেশ একটি জটিল কিন্তু সম্ভাবনাময় সময় পার করছে।

আমরা খতিয়ে দেখছি কীভাবে এই দেশের তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে তাদের বিশ্বমানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা যায়। আমরা চাই এ দেশের মানুষ ফুটবলের মাধ্যমে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে লড়ুক।'

 

বাফুফের ভিশন এবং ইইউ-এর কারিগরি ও কৌশলগত সমর্থন মিললে দেশের ফুটবল এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


   আরও সংবাদ