ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইতিহাস গড়লো পিএসজি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার


ইতিহাস গড়লো পিএসজি

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কঠিন প্রতিরোধ ভেঙে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর, টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় পায় ফরাসি জায়ান্টরা। পিএসজির এই ঐতিহাসিক জয়ের মহানায়ক তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক মাতভেই সাফোনভ, যিনি পেনাল্টি শুটআউটে চারটি শট ঠেকিয়ে দেন।

ম্যাচের শুরুতে পিএসজিই আধিপত্য বিস্তার করে। নবম মিনিটে ফাবিয়ান রুইজ বল জালে পাঠালেও ভিএআর পরীক্ষায় দেখা যায় বলটি আগেই সাইডলাইনের বাইরে চলে গিয়েছিল। তবে ম্যাচের ৩৭ মিনিটে আর ভুল হয়নি। ফ্লামেঙ্গো গোলরক্ষক অগাস্তিন রসির ভুলে বল পেয়ে সহজেই পিএসজিকে এগিয়ে দেন জর্জিয়ান তারকা খভিচা কভারাতসখেলিয়া।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ফ্লামেঙ্গো ম্যাচে ফেরে ৬০ মিনিটে। পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস ডি-বক্সে জর্জিয়ান ডি আরাসকায়েতাকে ফাউল করলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে চেলসি ও আর্সেনালের সাবেক তারকা জর্জিনিয়ো লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান।

ম্যাচ জেতার জন্য এরপর ওসমানে দেম্বেলে ও ব্র্যাডলি বারকোলাদের মাঠে নামান লুইস এনরিকে। কিন্তু ফ্লামেঙ্গোর জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। অতিরিক্ত সময়েও দুই দল বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পিএসজির হয়ে দেম্বেলে ও বারকোলা গোল করতে ব্যর্থ হলেও দেয়াল হয়ে দাঁড়ান সাফোনভ। ফ্লামেঙ্গোর চারটি পেনাল্টি রুখে দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেন এই রাশিয়ান গোলরক্ষক।

এই শিরোপা জয়ের মাধ্যমে ২০২৫ সালে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান, ফরাসি কাপ, উয়েফা ইউরোপিয়ান সুপার কাপ এবং ট্রফি দেস চ্যাম্পিয়নসের পর ষষ্ঠ শিরোপা হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল তারা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, 'পিএসজির জন্য এই বছরটি পুনরাবৃত্তি করা অসম্ভব। এক বছরে ছয়টি শিরোপা জেতা দারুণ ব্যাপার! আমাদের মানসিকতাই হলো জয় অব্যাহত রাখা এবং ইতিহাস গড়া।'


   আরও সংবাদ