ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৮ হাজার ভারতীয় রুপি সহ একজন আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


১৮ হাজার ভারতীয় রুপি সহ একজন আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া এলাকা থেকে ১৮হাজার ভারতীয় রুপি সহ ১জন কে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। শনিবার ২০ ডিসেম্বর বিকালে বকশীগঞ্জ উপজেলার সাতানি পাড়া বিওপি সীমান্ত এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বালু ওই গ্রামের মৃত আবু হোসেনের ছেলে মোঃ আসাদ (২৮)।
 
জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি জানান, অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসির নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপির সীমান্ত পিলার ১০৮৬/৬ এস হতে ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫শত টাকা সহ চোরাচালানী মালামাল সহ আসামী কে আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
 
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি বলেন- চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও  চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
 


   আরও সংবাদ