ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেডিকেল কলেজে ভর্তির সাফল্যে গ্রামজুড়ে আনন্দ উৎসব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৩:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


মেডিকেল কলেজে ভর্তির সাফল্যে গ্রামজুড়ে আনন্দ উৎসব

(হারুনুর রশিদ জেলা প্রতিনিধি জয়পুরহাট)

 

 

মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কোতোয়ালী বাগ গ্রামে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রবিউল হকের মেধাবী সন্তান আব্দুল্লাহ আল আবিদ রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

 

খবরে প্রকাশ, শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে কোতোয়ালী বাগ গ্রামের জনগণ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে আব্দুল্লাহ আল আবিদের জন্য দোয়া মাহফিল ও বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। এ সময় তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া মাহফিলে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, যেন আব্দুল্লাহ আল আবিদ শিক্ষা জীবন সফলভাবে শেষ করে একজন মানবিক ও আদর্শ ডাক্তার হিসেবে জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। পাশাপাশি আবিদ নিজেও গ্রামবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে তিনি ভবিষ্যতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে তাদের মুখ উজ্জ্বল করতে পারেন।

 

উল্লেখ্য, আব্দুল্লাহ আল আবিদ জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত।

 

গ্রামবাসীরা জানান, আবিদের এই কৃতিত্ব আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


   আরও সংবাদ