ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নওগাঁ-১আসনে মনোনয়ন তুলেছেন যারা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৩:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


নওগাঁ-১আসনে মনোনয়ন তুলেছেন যারা

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন থেকে  সংসদিয় এলাকা বাংলাদেশ ৪৬ নওগাঁ-১ আসনে সর্বমোট ৬জন ব্যক্তি তাদের নামে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৩জন প্রার্থী স্ব-স্ব নামে তাতের মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। তারা হলেন ২০১৮সালের প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পাওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমানে দল থেকে মনোনয়ন পাওয়া মো: মোস্তাফিজুর রহমান, বিগত ৩বারের নির্বাচিত এমপি নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা: ছালেক চৌধুরী ও বিগত দিনে রাজপথে থাকা লড়াকু সৈনিক নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নুরুল ইসলাম।

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর পক্ষ থেকে সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুল আলম নওগাঁ জেলা জামায়াত থেকে তার নামে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইসলামী আন্দেলন বাংলাদেশ থেকে পোরশা উপজেলা কমিটির উপদেষ্টা আলহাজ¦ হাফেজ মাও. আব্দুল হক শাহ্ চৌধুরী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: সোহরাব আলী নামের এক ব্যক্তিও ইসির দপ্তর থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে।

প্রকৃত পক্ষে এই আসন থেকে কে কে নির্বাচন করবেন তা মনোয়ন পত্র প্রত্যাহারের পরে সঠিকভাবে জানা যাবে বলে স্ব স্ব দলের নেতাকর্মীগন জানিয়েছেন।


   আরও সংবাদ