ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কেন্দ্র ঘোষিত প্রার্থীদের বাইরে বিএনপির কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে একটি ‘ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড’ বা রূপান্তরকাল চলছে। 

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, কিছু ব্যক্তি ও মহল এই সংকটময় সময়কে কেন্দ্র করে ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে দাঁড়ালে তা সাংগঠনিকভাবে বরদাশত করা হবে না। 

 

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।


   আরও সংবাদ