ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ডিবি পুলিশ আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি মোট ৩১ জনকে শনাক্ত করার কথাও জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর একটিতে অজ্ঞাতনামা ৫০০ জন এবং অপর মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।